Wednesday, August 27, 2025
HomeScrollবিবাহ বার্ষিকী উপলক্ষে বিশেষ পোস্ট অজয়ের

বিবাহ বার্ষিকী উপলক্ষে বিশেষ পোস্ট অজয়ের

ওয়েব ডেস্ক: ‘ লাভ স্টোরি হো তো অ্যাসি ‘। জুটিকে দেখলেই এই মন্তব্যই করেন নেটিজেনরা। আরে… কথা হচ্ছে অজয় – কাজলের। গতকালই ছিল তাঁদের ২৬ তম বিবাহ বার্ষিকী। আর সেই উপলক্ষেই বিশেষ পোস্ট করলেন অজয় দেবগন। চলুন দেখে নেওয়া যাক…

 

View this post on Instagram

 

A post shared by Ajay Devgn (@ajaydevgn)

আরও পড়ুন: ভাইয়ের বিয়েতে করিনা-করিশ্মা, আদর শাহরুখের 

২৬ বছরের দাম্পত্য জীবন তাদের। এসেছে বহু বসন্ত, আবার তোলপাড় করার মত ঝড়ো হওয়ায়। কিন্তু সবকিছুকে সামলে , একে অপরের উপর বিশ্বাস রেখে পাতা ঝরা মরশুমকে সাক্ষী রেখে কাটিয়ে ফেললেন ২৬ টি বছর। আর ২৬ তম বিবাহ বার্ষিকী উপলক্ষে সোশ্যাল মিডিয়াতে বিশেষ পোস্ট করলেন অজয় দেবগন। যখন চুটিয়ে প্রেম করছিলেন তারা সেই সময়কার ছবি, যেখানে কাজলকে ‘ কুচ কুচ হোতা হ্যায় ‘ লুকে দেখা যাচ্ছে। এবং অজয়কে ড্যাশিং হিরো লুকে। আর সেই ছবিকেই আজকের অ্যানিমি চরিত্রের সঙ্গে তুলনা করে পোস্ট করেন আরও একটি ছবি, যেখানে দেখা যায় সুপারহিরো আগলে রেখেছেন তার নায়িকাকে। ছবি দুটির মধ্যে মিল খুঁজে পেয়ে তিনি ক্যাপশনে লেখেন ‘ ট্রেন্ড বিট তো ২৬ বছর আগেই করেছিলাম। আমাদের শুভ বিবাহ বার্ষিকী “।

দেখুন অন্য খবর

Read More

Latest News